বার্ধক্যের কারণে মৃত্যু হয়েছে মায়ের। তার জানাজার প্রস্তুতি নিচ্ছিলেন সবাই। কিন্তু ওই সময় হঠাৎ স্ট্রোকের পর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তার ছেলেও।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। ঘটনার পর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্ট্রোকে মৃত্যু হওয়া ব্যক্তির নাম ইয়াছিন প্রধান (৬২)। তিনি ওই গ্রামে কৃষি কাজে যুক্ত আছেন।
জানা যায়, ইয়াছিন প্রধানের মা আনোয়ারা বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থতা থাকার পরে বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন। তার মায়ের মৃত্যুতে ৪ ভাই, ৩ বোন সহ আত্মীয়-স্বজন সবাই তাদের বাড়িতে আসেন। মায়ের মৃত্যুর পর থেকে খুব কান্নাকাটি করছিলেন ইয়াছিন প্রধান।
আছরের নামাজের পরে তার মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগেই হঠাৎ স্ট্রোক করেন ইয়াছিন প্রধান। সেখান থেকে তাকে সুজাতপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইয়াছিন প্রধানের ছেলে সায়মন হোসেন লাদেন কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার বাবা আমার দাদিকে খুব ভালোবাসতেন এবং আমার দাদিকে সবসময় সেবা-যত্ন করতেন। সকালে দাদি মারা গেলে বাবা খুব ভেঙে পড়েন। আসর নামাজের পরে সবাই দাদির জানাজা সবাই একত্রিত হয়। ঠিক ওই মুহূর্তেই আমার বাবা স্ট্রোক করেন।
এ বিষয়ে ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী জানান, বিষয়টি খুবই কষ্টের। আমার কাছে খুব খারাপ লাগছে। তাদের পরিবারটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে আসছেন।
নিজস্ব প্রতিবেদক, ২৪ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur