Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে মাদককারবারি বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
মাদক

মতলব দক্ষিণে মাদককারবারি বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের মাদক ব্যবসায়ী এবং ১৭ মামলার আসামি জহির মিজিসহ তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেন ভুক্তভোগী এলাকাবাসী।বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে বহরী গ্রামের ভুক্তভোগী নারী পুরুষ সম্মিলিত ভাবে মানববন্ধন করেন।

এসময় ভুক্তভোগী ওই এলাকার মোঃ বোরহান বকাউল,শেখ শাহিন, আমিন ছৈয়াল,সুমন প্রধানীয়া,রুবেল গাজী অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে ওই দলের প্রভাব খাটিয়ে মাদকের সর্গরাজ্য হিসেবে গড়ে তুলেন বহরীসহ আশপাশের এলাকা। একাধিকবার মাদকসহ গ্রেফতার করা হয় তাকে।এ পর্যন্ত তার বিরুদ্ধে ১৭ টি মামলা হয়েছে। জামিনে এসে পুনরায় মাদক ব্যবসায় জমিয়ে তোলে জহির মিজিসহ তার আরো /৫৭ জন সহযোগী। আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার পর বহরী আড়ং বাজারে বিভিন্ন সামাজিক সংগঠন এর ব্যানারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।ওই সমাবেশে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। ওই সমাবেশের পর কয়েকমাস এলাকাছাড়া থাকার পর হঠাৎ করে এলাকায় এসে মাদকের বিচরণ শুরু করে দেয় জহির মিজি। সে এখন চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীদের সাথে আঁতাত করে এবং তাদের দলের নাম ভাঙ্গিয়ে মাদক ব্যবসা চালিয়ে যেতে।

এ ব্যপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদের নিকট জানতে চাইলে তিনি বলেন,মাদকের বিষয়ে ছাড় নেই।মাদকের বিরুদ্ধে একটি মানববন্ধন হয়েছে আমি শুনেছি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৩ জানুয়ারি ২০২৫