ফরিদগঞ্জের আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে উক্ত পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে।
অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি, সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই।
সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে মোহাম্মদ আলী জিন্নাহ, গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাজাহান পাটওয়ারী, আষ্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মো. হাছান, ম্যানেজিং কমিটির সদস্য মো. শাহীন পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজ আজাদ পাটওয়ারী, মাসুদ খন্দকার, মিল্লাত পাটওয়ারী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা শহীদ উল্লাহ, সাহাদাত হোসেন, সাইফুল ইসলাম প্রমূখ।
প্রতিবেদক: শিমুল হাছান,২৩ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur