চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়কে বিদায়ী ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে চাঁদপুর প্রেসক্লাব।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপারের সম্মেল কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ বিদায়ী শুভেচ্ছা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন পুশিল সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা।
এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক শোহেল রুশদী, জিএম শাহিন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, কার্যকরী সদস্য মুনির চৌধুরী, ফারুক আহম্মদ।
পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুদীপ্ত রায় দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে চাঁদপুরে অত্যান্ত দক্ষ ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পদোন্নতি পেয়ে তিনি ঢাকা এপিবিএন পুলিশে পুলিশ সুপার পদে যোগদান করবেন।
স্টাফ রিপোর্টার,২১ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur