চাঁদপুর- লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা আন্তঃজেলার এক ছিনতাইকারী গ্রেফতার ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি আটক করেছে পুলিশ।
গত ১৩ জানুয়ারি সোমবার রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার চতুরা এলাকার আজিম বাড়ির ব্রিজের উপর অটোরিক্সা চালককে পুলিশ পরিচয়ে দাঁড় করিয়ে গাড়ি তল্লাশির নামে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ছিনতাইয়ের শিকার অটোরিক্সা চালক সবুজ ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করে।
থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনাটি গভীর ভাবে পর্যবেক্ষণ করেন এবং ছিনতাইকারীদের গ্রেফতার করতে একটি পুলিশ টিম গঠন করেন। তারই ধারাবাহিকতায় রোববার (১৯ জানুয়ারি) রাতে আন্তঃজেলা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা এলাকার অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মোঃ শান্ত(২৩)কে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ১৩ জানুয়ারি সোমবার সন্ধ্যায় অটোরিক্সা চালক সবুজ চাঁদপুর পুরান বাজার ডিমের আড়ৎ থেকে অটোরিকশায় করে ৭ হাজার ২ শত ডিম নিয়ে রায়পুর বাজারে খুচরা ডিম ব্যবসায়ী জুবায়ের হুজুরের দোকানে ডিমগুলো দিয়ে ৬৯ হাজার ৪’শ টাকা নিয়ে আসার পথে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অটোরিক্সা তল্লাশি চালায় এবং অটোরিক্সার বক্সে থাকা টাকা নিয়ে যাওয়ার সময় থানায় আসতে বলে।
অটোরিক্সা চালক সবুজ যখন থানার দিকে রওনা করে তখন ছিনতাইকারীরা বিপরীত দিকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশে এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা থেকে ছিনতাইকারী মোঃ শান্তকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে শান্ত ছিনতাইয়ের কথা স্বীকার করে।
ছিনতাইকারী শান্ত লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চরপাতা এলাকার কলিয়া মুন্সি পুরান বাড়ির মোঃ বিল্লালের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ উপজেলা এবং রায়পুর উপজেলার বিভিন্ন তথ্য সংগ্রহ করে ছিনতাইয়ের সাথে জড়িতদের চিহ্নিত করি। এরপর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় অভিযান চালিয়ে ছিনতাইকারী শান্তকে গ্রেফতার ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি আটক করা হয়। ছিনতাইকারীর বিরুদ্ধে নিয়মিত মামলায় দায়ের করে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,২০ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur