ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের বাইতুল আমিন মসজিদের সামনে মানববন্ধনে জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন হোটেলের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
চাঁদপুর জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নুরুল আলম লালুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল হক মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ মাসুদ আখন্দ ও উপদেষ্টা বিল্পব সরকার।
বক্তারা বলেন, বিগত সরকারের আমলে আমাদের হোটেলে ভ্যাট ছিল মাত্র ৫ শতাংশ। কিন্তু বর্তমান তত্বাবধায়ক সরকার সেই ভ্যাট বৃদ্ধি করে ১৫ শতাংশ করেছে। ৫ শতাংশ থাকাবস্থায় আমরা দাবী করে ছিলাম ৩ শতাংশ করার জন্য। এ সরকার ৩ গুন ভ্যাট বৃদ্ধি করে ১৫ শতাংশ করেছে। তাতে আমাদের হোটেল ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ সরকার যদি আমাদের দাবী না মানে তাহলে কেন্দ্রের নির্দেশে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. মুজিবুর রহমান আখন্দ (মাইনু), সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন বেপারী, কোষাধ্যক্ষ সম্পদ সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল কোরবান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু নাছির মিয়াজী, সমাজ কল্যান সম্পাদক মো. শরিফুল ইসলাম (মামুন), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক টিটন ঘোষ, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. মাহমুদ খান অপু, জেলা সমিতির সচিব হৃদয় চন্দ্র সূত্রধর, অফিস সহকারী মোঃ দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ হুমায়ন কবির, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, যুগ্ম সম্পাদক মোঃ আজাদ মিয়া, সহ সভাপতি মোঃ জাকির মিজি, মোঃ আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক সৌরভ দে, শিল্প বিষয়ক সম্পাদক মোঃ মারুফ হোসেন, সদস্য মোঃ উজ্জল হোসেন, অফিস সচিব প্রদীপ সাহাসহ সকল উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, ১৬ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur