Home / চাঁদপুর / ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ডাকাতিয়া
প্রতীকী ছবি

ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা ইচুলি এলাকায় ডাকাতিয়া নদী থেকে সিরাজুল ইসলাম গাজী নামে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ৯ জানুয়ারি নিখোঁজ হন তিনি। এই বিষয় তার স্ত্রী খোদেজা বেগম চাঁদপুর সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

আজ বুধবার দুপুরে ডাকাতিয়া নদীর ইচুলি এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে জানান। এরইমধ্যে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ সিরাজুল ইসলাম গাজীর মুখমণ্ডল ও হাতে থাকা ঘড়ি দেখে তা সনাক্ত করেন। চাঁদপুর সদরের বাগাদী গ্রামে তার বাড়ি।

চাঁদপুর নৌ থানার ওসি ইকবাল হোসেন জানান, স্বজনরা অভিযোগ করেন, সিরাজুল ইসলাম গাজীর সঙ্গে তার বড়ভাই সহীদুল ইসলাম গাজী (৭২)র মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।

তাদের ধারণা এর জের ধরে পরিকল্পিতভাবে ছোটভাই সিরাজুল ইসলাম গাজী (৭০)-কে হত্যা করে তার মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সেই শহীদুল ইসলাম গাজীকে আটক করা হয়েছে।
নৌ পুলিশের এই কর্মকর্তা আরো জানান, মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্ত্রী খোদেজা বেগম জানান, তার স্বামী দীর্ঘ ৩০ বছর মধ্যপ্রাচ্যে ছিলেন।

বার্ধক্যের কারণে গত কয়েক বছর দেশে অবস্থান করছেন। এরমধ্যে আপন ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। তাই স্বামীর মৃত্যুর জন্য ওই ভাইকে দায়ী করছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার শিকার সিরাজুল ইসলাম গাজীর স্ত্রী ছাড়াও এক ছেলে এবং তিন মেয়ে রয়েছে।

নৌ পুলিশ সিরাজুল ইসলাম গাজীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক, ১৫ জানুয়ারি ২০২৪