নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর টাইমসের প্রধান বার্তা সম্পাদক সাংবাদিক মুসাদ্দেক আল আকিবের পিতা মাওলানা শামসুদ্দিন (রায়পুরী হুজুরের) দু’দফা জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ৭টা ৪০ মিনিটে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি তাঁর ৩ ছেলে রেখে যান।
জানা গেছে, মাওলানা শামসুদ্দিন (রায়পুরী হুজুর) নামে বেশ পরিচিত ছিলেন। মরহুমের নামাজের প্রথম জানাজা গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদ যোহর চাঁদপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।
মরহুমের প্রথম জানাজার নামাজের ইমামতি করেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা খাজা মো : অলিউল্যাহ।
এসময় জানাজার পূর্বে দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আবদুল আউয়াল রুবেলে পরিচালনায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা চেয়ে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ মোঃ বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চেয়ারম্যান ঘাট বাইতুল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ সাইফুদ্দিন খন্দকার, আলহাজ্ব মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, আল আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ আ. ন. ম. ফখরুল ইসলাম মাসুম, বাগাদী আহমাদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক পীরজাদা মাও. মাহফুজ উল্লাহ খান ও মাওঃ কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, সবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দৈনিক মতলবের আলো পত্রিকার সম্পাদক কে এম মাসুদ, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, মোহনা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্লাহসহ মরহুমের অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।
এদিন বাদ আছর দ্বিতীয় জানাজা মরহুমের নিজ বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া পীরবাড়িতে (বড় মিয়া সাহেবের পুরান বাড়ি) অনুষ্ঠিত হয়। মরহুমের ২য় জানাজার নামাজের ইমামতি করেন তাঁর বড় ছেলে সাংবাদিক মুসাদ্দেক আল আকিব। জানাযা শেষে সেখানেই তাঁর পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
স্টাফ করেসপন্ডেট, ১৪ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur