Home / চাঁদপুর / সাংবাদিক মোসাদ্দেক আল আকিবের পিতার মৃত্যুতে জেলা জামায়াতের শোক
সাংবাদিক

সাংবাদিক মোসাদ্দেক আল আকিবের পিতার মৃত্যুতে জেলা জামায়াতের শোক

দৈনিক চাঁদপুর সময়’র প্রধান বার্তা সম্পাদক মোসাদ্দেক আল আকিবের পিতা মাওলানা শামসুদ্দিন (৭৯) ইন্তিকাল করেছেন। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর ৭.৪০ মিনিটের দিকে চাঁদুর ফেমাস স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বাদ যোহর বাসস্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে ১ম জানাজা এবং রায়পুর দক্ষিণ কেরোয়া পীর বাড়িতে বাদ আসর ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী ও জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।

নেতৃবৃন্দ বলেন, মাওলানা শামসুদ্দিনের মৃত্যুতে দেশ একজন সৎ, যোগ্য, দক্ষ ও বিশিষ্ট সমাজসেবককে হারালো। যা কখনো পূরণ হবার নয়। নেতৃদ্বয় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিজস্ব প্রতিবেদক, ১৪ জানুয়ারি ২০২৪