চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হককে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। ছাত্রদল নেতাকর্মীদের ভালোবাসায় ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। মঙ্গলবার কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে আলোচনা সভায় ছাত্রদলের নেতাকর্মীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হককে ফুল দিয়ে বরণ করে নেন। কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক জুয়েল হোসেন হিমেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস,আবুল খায়ের,বিল্লাল হোসেন মোল্লা,সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম সহ আরো অনেকে।
এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক বলেন, আগামী দিনে ছাত্রদের ভূমিকা গুরুত্বপূর্ন। ছাত্রদের নেতৃত্বের মাধ্যমে সুন্দর জাতি গঠন করা সম্ভব। তাই কলেজের শিক্ষার মান অগ্রগতিতে সকলের সহযোগিতা প্রয়োজন। ছাত্রদল নেতাকর্মীর পাশাপাশি শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।
এসময় কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন,ইয়ার আহমেদ,রনজিত দত্ত, উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল হাসান,কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহপরান,ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক,সাংগঠনিক সম্পাদক সোলাইমান পাটোয়ারীসহ ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur