কচুয়া উপজেলার ২৫নং সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন শহীদ মিনার না থাকায় অবশেষে অবসান ঘটালেন ওমান প্রবাসী ও তরুন সমাজসেবক মো. মামুনুর রশিদ মামুন। সম্প্রতি তার নিজস্ব অর্থায়নে ১ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয়ে অত্যাধুনিক শহীদ মিনার নির্মানের উদ্যোগ নেন। গত কয়েক দিনে ওই শহীদ মিনারের নির্মান কাজ শুরু হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন মিয়াজী,সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন মোল্লাসহ আরো অনেকে জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে আমাদের শহীদ মিনার ছিলো না, সফিবাদ গ্রামের অধিবাসী মামুনুর রশিদ তার নিজ প্রচেষ্টায় ও অর্থায়নে বিদ্যালয়ে শহীদ মিনার করার উদ্যোগ নেয়ায় আমরা আনন্দিত ও তার প্রতি কৃতজ্ঞতা জানাই।
মামুনুর রশিদ মামুন জানান, নিজ এলাকার মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের কল্যানে কাজ করতে পারা ভাগ্যের ব্যাপার। আমার ক্ষুদ্র প্রচেষ্টায় কোমলমতি শিক্ষার্থীদের জন্য আধুনিক মানের শহীদ মিনার স্থাপন করে দিলাম।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ জানুয়ারি ২০২৪