তিতুমীর কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ নতুন ২০২৫-২৬ সেশনের জন্য পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জিয়াউল হক (২০১৮-১৯) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াজ মাহমুদ শান্ত (২০১৯-২০)। কমিটিতে ৬৭ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে তিতুমীর কলেজ ছাত্রসংসদের সামনে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণের এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করায় ইলিশের বাড়ি চাঁদপুরের শিক্ষার্থীদের জন্য তিতুমীর কলেজে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে।
নব-মনোনীত সভাপতি জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ শান্ত জানিয়েছেন, তাঁরা চাঁদপুর থেকে তিতুমীর কলেজে আসা সকল শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন এবং তাদের সকল প্রয়োজন মেটাতে সচেষ্ট থাকবেন। এছাড়াও, তাঁরা আশা করেন যে, আগামী দিনগুলোতে এই কমিটি তিতুমীর কলেজের অন্য জেলা ছাত্রকল্যাণ সংগঠনগুলোর জন্য আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক, ১৩ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur