Home / চাঁদপুর / চাঁদপুরে সড়কে পরিবার নিয়ে অবরোধের চেষ্টা
সড়কে

চাঁদপুরে সড়কে পরিবার নিয়ে অবরোধের চেষ্টা

চাঁদপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় পরিবার-পরিজন নিয়ে চাঁদপুর কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় সামনে মহাসড়কে অবরোধ করার চেষ্টা করে।

১৩ জানুয়ারি সোমবার দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে শিশু সন্তান মেয়াদে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে এবং শুয়ে গাড়ি থামিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করেন মোহাম্মদ দাদন মিয়া তাদের হাতে ছিল লেখা মিথ্যে মামলা দিয়ে হয়রানি শিকার হচ্ছে। এই মামলা থেকে বাঁচতে তিনি ন্যায্য বিচার দাবি করেন।

দাদন মিয়া জানিয়েছেন চাঁদপুর আদালতে মিথ্যে মামলা দিয়ে আমাকে হয়রানি স্বীকার করছে আমি অসহায় হয়েও মামলাটি ঠিক মত পরিচালনা করতে পারিনি আমি মিথ্যে মামলা থেকে বাঁচতে চাই আমি নিরুপায় হয়ে আমার সন্তান নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি

আমি প্রশাসনের কাছে ন্যায্য বিচার দাবি করি। জায়গা জমি নিয়ে আমাকে মামলা দিয়ে হয়রানি করছে আমারি আত্মীয় স্বজন শামসুন্নাহার অন্যায় ভাবে মামলা দিয়ে আমাকে হয়রানি স্বীকার করছে।

আমি এইসব মিথ্যা মামলা ও হয়রানি শিকার থেকে বাঁচতে চাই । আমি ঢাকায় থাকি ছোট্ট একটা চাকরি করি বর্তমান সময়ে ছেলে সন্তান পরিবার নিয়ে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে ঠিকমত মামলাটি চালাতে পারছি না আমি মামলা থেকে অব্যাহতি মুক্তি চাই। আমার বাসা চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডে ।‌

এদিকে অসহায় দাদন মিয়া শিশু পরে সন্তানকে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এবং শুয়ে পড়েন গাড়ি থামিয়ে ন্যায়বিচার দাবি করেন এই মিথ্যে মামলা থেকে মুক্তি চান। সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছে হাতে নেমপ্লেট
কারো কথায় শুনছেন না তিনি ট্রাফিক পুলিশ হারানোর চেষ্টা করেও তাকে সরাতে পারছেন না। পরে চাঁদপুর মডেল থানার এসআই মোহাম্মদ শাহাজান ও পুলিশ পরিদর্শক তাকে রাস্তার থেকে সরিয়ে নিয়ে আসেন এবং সড়কে যানজট সৃষ্টি না হয় এবং জেলা প্রশাসকের কাছে নিয়ে যায়। তিনি যেন ন্যায্য বিচার পায় এই মামলা থেকে অসহায় পরিবারটি।

এদিকে এসআই শাহাজান মিয়া বলেন, কে বা কারা হয়তো বুদ্ধি দিয়ে শিশু পরিবার নিয়ে সড়কে নামিয়ে দেয়।যানজট সৃষ্টি করে কি বিচার পাবে আদালতে যেহেতু মামলা আছে ন্যায্য বিচার আদালতে হবে। আমি তার উকিলের এর সাথে কথা বলেছি । অসহায় পরিবারটি যেন হয়রানির শিকার না হয়। এদিকে অনেকেই জানিয়েছেন অসহায় দাদন মিয়াকে মিথ্যে মামলা দিয়েতাকে হয়রানি স্বীকার করছে। তারই আত্মীয়-স্বজন। নিরুপায় হয়ে তিনি নিজের সন্তানদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে অবরোধ করার চেষ্টা করছেন। হয়রানির শিক্ষার মিথ্যে মামলা থেকে বাঁচতে চায়। যেহেতু আদালতে মামলা তাহলে আদালতেই ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন অনেকে।

প্রতিবেদক: এম কে এরশাদ, ১৩ জানুয়ারি ২০২৪