Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া সাচার বাজারে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
বাজারে

কচুয়া সাচার বাজারে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে সরকারি রাস্তার উপর অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় শতাধিক বিভিন্ন দোকান ও ভ্রাম্যমাণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি’র নেতৃত্বে সোমবার এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে অংশ গ্রহণ করেন সাচার ইউনিয়নের প্রশাসক ও কচুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: এমদাদুল হক, সাচার পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) মো: শাহজাহান, কচুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যাপক মো: এমদাদ উল্যাহ।

দোকানদারদের কারও কারও অভিযোগ, প্রতি বাজারে ২শ টাকা হারে আমরা চাঁদা দিয়ে থাকি তারপরও আমাদের কেন উচ্ছেদ করা হবে? আবার কেউ কেউ দাবি করেন ১০০,প্রতি বাজারে ইজারাদারকে ৮০ টাকা খাজনা দেই, বাজারের মসজিদে ৫০ টাকা চাঁদা দেই, মাদ্রাসায় ৮০ টাকা চাঁদা দেই তারপরেও আমাদের কেন উচ্ছেদ করা হবে?

উচ্ছেদকৃত মো: এজাহারুল হক বলেন, আমি প্রতি মাসে তের হাজার টাকা এনজিওকে কিস্তি দেই, এখন আমি কি করবো, কোথায় যাবো? বাজারে উচ্ছেদ পরিচালনার সময় বাজারের ইজারাদারকে খুঁজে পাওয়া যায়নি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ জানুয়ারি ২০২৪