চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা জামালিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত করে সম্প্রতি এ বাজারের ব্যবসায়ীক কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে ওই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তফা কামাল মিয়াজী ও সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান খান মনোনিত করা হয়।
এদিকে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা জামালিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটির অনুমোদন দেয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্যবসায়ীসহ এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ জানুয়ারি ২০২৪