Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে উদ্দমদী ওয়েফারার কমপ্লেক্সের মাহফিল
উদ্দমদী

মতলবে উদ্দমদী ওয়েফারার কমপ্লেক্সের মাহফিল

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উদ্দমদী ওয়েফারার কমপ্লেক্স কবরস্থান এর উদ্যাগে গতকাল প্রথম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার ও অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সারোয়ার হোসেন রোমান সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন সৌরভ, অত্র সংগঠনের উপদেষ্টা মোঃ শিহাব উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতলব পৌর ৫ নংনং িয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কমিশনার সাহজাহান সাগর,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন প্রধান পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামাল উদ্দিন বিপ্লব প্রমুখ।

তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান করেন পীরে কামেল হযরত মাওলানা মোঃ শোয়েব সিদ্দিকী জৈনপুরী। বিশেষ আলোচক হিসেবে বয়ান করেন আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুফতি জোবায়ের রশীদ,ঢাকা,আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোরশেদ আলম সিরাজী, খতিব, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদ, হাফেজ হযরত মাওলানা নুর মোহাম্মদ শেখ আইয়ুবী,উদ্দমদী,হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান মাহদী।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১২ জানুয়ারি ২০২৪