ফরিদগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা, মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলার মধ্যে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন এএসআই জুমায়েত হোসেন জুয়েল।
গতকাল শনিবার চাঁদপুর পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় চাঁদপুর জেলা পুলিশ মো. আব্দুর রকিব (পিপিএম) জেলার মধ্যে সর্বোচ্চ কাজ করায় স্বীকৃতিস্বরূপ
এএসআই জুমায়েত হোসেনকে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদপুর জেলার ও বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এএসআই জুমায়েত হোসেন জুয়েল বলেন, আমি সরকারী নির্দেশনা ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. শাহ্ আলম স্যারের সার্বিক দিক নির্দেশনায় সকল দায়িত্ব পালন করে থাকি। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানা রকম অপরাধ সংঘটিত করছে অপরাধী চক্ররা। আর সকল অপরাধীদের বিরুদ্ধেই বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। পুলিশ জনগনের বন্ধু এ কথার বাস্তবে রুপান্তিত করে জনগনের বন্ধু হয়ে কাজ করে যেতে চাই। তিনি আরো বলেন, আমার এ পুরস্কার অর্জন করতে আমাকে আমার প্রতিটি সহকর্মীই সহযোগীতা করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই।
প্রতিবেদক: শিমুল হাছান,১২ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur