ভোজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে আসছে নতুন রেস্তোরাঁ ‘ফুড ব্যাংক রেস্টুরেন্ট’। নামেই যেন খাবারের তৃপ্তির কথা স্মরণ করিয়ে দেয় এই রেস্তোরাঁ। সুলভ মূল্যে দেশীয় রকমারি মানসম্পন্ন সু-স্বাস্থ্যকর ও সু-স্বাদু খাবারের স্বাদ দিতে চাঁদপুরে ফুড ব্যাংক রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪ টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত পাশে লোধ ভবনের দ্বিতীয় তলায় ফুড ব্যাংক রেস্টুরেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফুড ব্যাংক রেস্টুরেন্ট এর পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মোঃ বিপ্লব হোসেনের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক এড. আহসানুজ্জামান মন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, মহাসিন আলী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, এ রেস্টুরেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। পাশাপাশি এখানকার পরিবেশ যাতে মান সম্মত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
উদ্বোধনীয় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রেলওয়ে পাঞ্জে খানা জামে মসজিদের ইমাম আরিফুল ইসলাম।
রেস্টুরেন্টের পরিচালক মিজানুর রহমান বলেন, ফুড ব্যাংক রেস্টুরেন্ট আজ উদ্বোধন হয়েছে। আপনাদের সবার আমন্ত্রণ রইলো। রেস্টুরেন্টের খাবার ও খাবারের মান একবার হলেও আপনারা যাচাই করে দেখবেন। অতুলনীয় স্বাদে ভরপুর মজাদার সব খাবার খেতে হলে এই রেস্টুরেন্টে অবশ্যই আসবেন। পিজ্জা, বার্গার আমি, পাস্তা, মিটবক্স, রোল, চিকেন ফ্রাই, সী-ফুড, ফেস জুস, কফি, আইসক্রীম সহ সব ধরনের খাবার পাওয়া যায়।
তিনি আরো বলেন, এখানে এক যুগেরও বেশী অভিজ্ঞতা সম্পন্ন (ঢাকায় কর্মরত ছিলেন) সেফ হিসেবে রয়েছেন টোকন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুড ব্যাংক রেস্টুরেন্ট এর পরিচালক ডিএম আল আমিন, টিটু ঢালী, হকাস মার্কেটের ব্যবসায়ী বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
রেস্টুরেন্ট কতৃপক্ষ উদ্বোধন উপলক্ষে ১১,১২ ও ১৩ জানুয়ারী যেকোনো খাবারের জন্য বুকিং দিলেই ১০% থেকে ৩০% পর্যন্ত ছাড় দিয়েছেন।
স্টাফ রিপোর্টার, ১১ জানুয়ারি ২০২৪