Home / চাঁদপুর / তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নতুন বাংলাদেশ বির্নিমানের মুক্তির সনদ: মোস্তফা খান সফরী
তারেক রহমানের

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নতুন বাংলাদেশ বির্নিমানের মুক্তির সনদ: মোস্তফা খান সফরী

চাঁদপুর -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা হবে নতুন বাংলাদেশের মানুষের আগামী দিনের মুক্তির সনদ। আমরা বিশ্বাস করি দেশের জনগণ এই ৩১ দফাকে সমর্থন করবে এবং ভোটের মাধ্যমে নির্বাচিত করে বিএনপিকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আনবে।
৩১ জানুয়ারি শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের লালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মোস্তফা খান সফরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের আপামর জনতার হৃদয়ে স্হান করে নিয়েছেন। আর তাই বিএনপির মূল চালিকা শক্তি হচ্ছে এদেশের জনগণ। ফলে বিগত ফ্যাসিস্ট সরকার দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যদিয়ে বিএনপিকে মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু দেশের জনগণের কল্যাণে বিএনপি বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের কোনো ষড়যন্ত্র সফল হতে পারেনি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া দেশের নাগরিকদের গণতন্ত্র পুনঃ উদ্ধার করতে পেরেছি।

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী আরো বলেন, অধিকার আদায়‌ এবং গনতন্ত্র পূনঃউদ্ধারের লড়াই সংগ্রাম করতে গিয়ে গত ১৭ বছর আমাদের অনেক সহযোদ্ধা জীবন উৎসর্গ করেছে। বিএনপি’র শত শতা নেতা কর্মীকে গুম, খুন এবং হামলা মামলার শিকার হতে হয়েছে। পঙ্গুত্ব বরণ করে ধুঁকে ধুঁকে জীবন অতিবাহিত করতে হচ্ছে বিএনপির হাজারো নেতাকর্মীকে। এতকিছুর পরেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা, তারেক রহমানের নেতৃত্বে রাজপথে লড়াই করে গেছে।

তিনি স্হানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা হচ্ছে আগামীর নতুন বাংলাদেশ বির্নিমানের মুক্তির সনদ।

তিনি উপস্থিত জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে আপনার মতামত আপনি গোপন ব্যালটে ব্যক্ত করতে পারবেন, তাই আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের প্রতীককে বিজয়ী করবেন এটি আমাদের প্রত্যাশা। আর আপনাদের রায়ে বিএনপি সরকার গঠন করলে আমাদের দলের পক্ষ থেকে ঘোষিত ৩১ দফা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। ৩১ দফার বাস্তবায়নে দলের তৃণমূল নেতাকর্মীরা প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে এর বার্তা পৌঁছে দিবেন।

আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার মাস্টারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা আলমগীর হোসেনের পরিচালনায় জনসমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এএইচএম আশ্রাফুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ খান, জেলা জাসাসের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মনির মিজি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাছানাত।
জনসভায় আরো বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল, জেলা ছাত্র দলের সাবেক নেতা বশির পারভেজ, চাঁদপুর সদর উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোরশেদ আলম বাহাদুর, ঢাকা বারের অতিরিক্ত পিপি অ্যাডঃ মজিবুর রহমান প্রধানিয়া, মতলব দক্ষিণ পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক সুমন পাটোয়ারী, জেলা যুবদলের নেতা জসিম মাল, মতলব দক্ষিণ পৌর সভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নয়ন হাজরা, আশিকাটি ইউনিয়ন বিএনপির নেতা হোসেন খান প্রমুখ।

উল্লেখ্য, আশিকাটি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত উক্ত জনসভাটি বিশাল জনসভায় রুপ নেয় এবং নারীদের উপস্থিতি সকলের নজর কাড়ে। জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকে উক্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মীরা মিছিলসহকারে উক্ত জনসভায় অংশ নেয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১১ জানুয়ারি ২০২৪