চাঁদপুরের হাজীগঞ্জে প্রায় বিশ হাজার জনসমাগমের উপস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্মরণকালের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
১১ জানুয়ারি শনিবার বিকালে হাজীগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এসময় তিনি বলেন, যেই পরিবর্তনের জন্য স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে জনগণ হটিয়েছে সেই পরিবর্তন কিন্তু হয়নি। এভাবে দেশ চলতে পারেনা। সংস্কারের নামে যেন নিজেরাই স্বেরাচারি না হয়ে উঠেন, তাহলে আপনাদেরকেও টেনে হিঁচড়ে নামানো হবে। তাই আমাদের আহবান চলতি বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন উপহার দিয়ে আপনারা ক্ষমতা ছাড়ুন।
মানুষ ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ চেয়েছে কিন্ত আল্লাহ তাকে দেশত্যাগে বাধ্য করেছেন। ইতিহাস কোন জালেমকে ক্ষমা করেনা। ফ্যাসিবাদ কখনো টিকে থাকতে পারেনা। তাদের নিকৃষ্ট পতন হয়।
পুলিশের আতঙ্কে আমাদের গাড়ির জানালা বন্ধ করে চলতে হতো। কিন্তু আল্লাহ আজ তাদেরকে বিতাড়িত করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। তাই সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া করতে হবে।
প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগের শাসনমান এ জাতির জন্য অন্ধকার কলঙ্কজনক অধ্যায়। শেখ মুজিব এর সমালোচনা করে বলেন, “তিনি নিজেই বলেছিলেন আমার সামনে চোর, পিছনে চোর, ডানে চোর, বায়ে চোর। তার কর্মীরা বলতো নেতা আপনি আয়নার সামনে দাঁড়ালে কী দেখেন?”
বিএনপির কতিপয় নেতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি জামায়াতকে রাজাকার বলেন তাহলে ২০ বছর আমাদের সাথে কেনো ছিলেন। আমরা যদি খারাপ হই তাহলে তো আপনারাও খারাপের অংশ হবেন। আমরা যারা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, মতবিরোধ নয় আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি, মিথ্যাচারের রাজনীতি পরিহার করি।
জামায়াতের এ নেতা বলেন, জামায়াতে ইসলামী মহিলাদের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত করবে। কারো উপর কোন মত চাপিয়ে দিবেন না। জামায়াতে ইসলামী কখনো কোন অমুসলিমদের বাড়িঘর দখল করেনা। জামায়াত ক্ষমতায় গেলে অমুসলিমরা সকল অধিকার স্বাধীনভাবে ভোগ করবে। জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়বিচারের শাসন প্রতিষ্ঠা করা হবে। প্রত্যেকটা মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
হাজীগঞ্জ পৌর জামায়াতের আমীর আবুল হাসানাত পাটোয়ারীর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর মো. কলিম উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজি, সাবেক আমীর আব্দুর রহিম পাটোয়ারী, নায়েবে আমীর এড. মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি এড. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাও. আবুল হোসাইন প্রমুখ।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ছাত্র শিবিরের সভা ইব্রাহিম খলিল, চাঁদপুর শহর সভাপতি মোঃ মহররম আলী, ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও বড়কূল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসাইন, শাহরাস্তি উপজেলা নায়েবে আমীর বাদশাহ ফয়সল, হাজীগঞ্জ উপজেলা নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, মাওলানা শরীফ হোসাইন, সেক্রেটারি জয়নাল আবেদীন, হাজীগঞ্জ পৌর সভার নায়েবে আমীর মাওলানা কবির হোসাইন, সেক্রেটারি শফিকুল ইসলাম।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়,১১ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur