Home / চাঁদপুর / সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সমাজ

সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সংগঠনটির সদস্যরা।

শুক্রবার ১০ জানুয়ারি বিকেলে সংস্থার পক্ষ থেকে শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, নিউ ট্রাক রোড এবং রাজরাজেশ্বর ইউনিয়নে প্রান্তিক জ্বেলে সহ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এ এম মিজানুর রহমান খান বলেছেন, “এই শীতকালীন অবস্থা থেকে মানুষকে রক্ষা করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সমাজের অভাবী এবং দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হল সমাজে কোনো মানুষই শীতের কষ্টে ভুগবে না, এবং আমরা একযোগে কাজ করে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো।”

এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি আবদুস শুকুর মস্তান, সাংগঠনিক সম্পাদক এড. আবদুল কাদের খান এবং নির্বাহী সদস্য খান মোঃ নিয়াজ মোর্শেদ।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ১০ জানুয়ারি ২০২৪