চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ব্লকে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা করা হয়েছে। বুধবার তেগুরিয়া তেগুরিয়া গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিদ সাইফুল হাসান আলামিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি অধিদপ্তরের চাঁদপুর জেলা অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. মাসুদ হোসেন।
বক্তব্য রাখেন, উপসহকারী মানসুরা আক্তার, কৃষক আব্দুস সাত্তার, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক দেলোয়ার পাটওয়ারী, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর সরকারসহ আরো অনেকে। পরে কর্মকর্তাগন কৃষকের সরিষার মাঠ পরিদর্শন করেন এবং কৃষকদের সার্বিক পরামর্শ দেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,৮ জানুয়ারি ২০২৪