বিয়ের ১০ মাস যেতে না যেতেই পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের সংসারে বেজে উঠলো বিচ্ছেদের সানাই। টিভি সাংবাদিক রেহামের সঙ্গে পারস্পারিক সম্মতিতে সম্পর্কের ইতি টানলেন তিনি।
ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মুখপাত্র নাইমুল হকের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
জানা যায়, রাজনৈতিক ব্যাপারে স্ত্রী রেহামের হস্তক্ষেপ মানতে পারছিলেন না ইমরান। তাই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন । তবে ঠিক কি কারণে তাদের বিচ্ছেদ হলো নিশ্চিত করে জানা যায়নি ।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিবাহ বন্ধনে অবদ্ধ হন ইমরান-রেহাম। যদি এটা উভয়েরই দ্বিতীয় বিয়ে।
এর আগে ইমরান ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন। তবে ২০০৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। জেমিমার ঘরে ইমরানের দুটি ছেলে সন্তান রয়েছে। আর রেহাম খানের আগের ঘরের তিনটি সন্তান রয়েছে।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৪:৪৫ পিএম,৩০ অক্টোবর ২০১৫, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur