কমিশনার আবুল ফজল বলেন,` ‘ যদি এর আগে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে প্রয়োজন বোধে অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তন করার উদ্যোগ নেয়া হবে। ‘
আগামি বছরের ২০২৬ সাল ২ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি আরো জানান, নতুন বছর (২০২৫ সাল) ২০ জানুয়ারি শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ। যদি ২০২৬ সালের আগে জাতীয় নির্বাচন করতে হয় তাহলে অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তন করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ২ জানুয়ারি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
এ সময় ইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে এ কাজ শেষ করা হবে। আইন অনুযায়ী চলতি বছর হালনাগাদের যেসব তথ্য সংগ্রহ করা হবে, তা অন্তর্ভুক্ত করে হালনাগাদ খসড়া ভোটার তালিকা করা হবে। এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ২ জানুয়ারি। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ২ মার্চ। তবে নির্বাচন কমিশন যেকোনো সময় ভোটার তালিকা সংশোধন করতে পারে।
এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল বলেন, যদি এর আগে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে প্রয়োজন বোধে অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তন করার উদ্যোগ নেয়া হবে।
এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর গত ২ ডিসেম্বর সিদ্ধান্ত নিয়েছিল, ভোটার তালিকা হালনাগাদে ২০২৫ সালে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। ২ জানুয়ারি আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি। তালিকা নিয়ে দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আইনে অনুযায়ী যেকোনো নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন পর্যন্ত যেকোনো সময় ইসি ভোটার তালিকা হালনাগাদ করতে পারে।
চাঁদপুর টাইমস
জানুয়ারি ২, ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur