‘থানায় যেতে নাহি মানা, আজ থেকে থানা সবার জন্য উন্মুক্ত’ এ আহবানে চাঁদপুরের কচুয়া থানা পুলিশের আয়োজনে নতুন বছরের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিয়ে, মাদক ও কিশোর গ্যাং নির্মূলের লক্ষে বুধবার বিকেলে কচুয়া থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ওসি এম. আব্দুল হালিমের সভাপতিত্বে ও এসআই দেলোয়ার হোসেন রাজিবের পরিচালনায় বক্তব্য দেন, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবির প্রধান, ওসি তদন্ত জিয়াউল হক, কচুয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. জাকির উল্লাহ শাজুলী, সাবেক এজিএস ইউসুফ মিয়াজী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ। এসময় কচুয়া বাজার ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur