Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ‘ স্মারক গ্রন্থ ’ প্রকাশ
Book-----------

হাজীগঞ্জের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ‘ স্মারক গ্রন্থ ’ প্রকাশ

দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ওয়াকিফ ও প্রতিষ্ঠাতা আহমাদ আলী পাটওয়ারী রহ.ওয়াকফ এস্টেট ও হাজীগঞ্জ ঐতিহ্যবাহী বড় মসজিদ কমপ্লেস্ক কর্তৃক হাজীগঞ্জের ইতিহাস-ঐতিহ্য নিয়ে একটি ‘ স্মারক গ্রন্থ ’ ১০ম সংস্করণে ৩০ নভেম্বর ২০২৪ প্রকাশ করেছে। তথ্য সমৃদ্ধ ও হাজীগঞ্জের ইতিহাস-ঐতিহ তুলে ধরে স্মারক গ্রন্থ টির সম্পাদনা করেন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ঠ শিক্ষাবিদ ড.মো.আলমগীর কবির পাটওয়ারী। গ্রন্থটি পরিবেশনায় রয়েছে-শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন হাজীগঞ্জ ফোরাম। মুদ্রণে-হাজীগঞ্জ বাজারের বিজনেজ পার্ক মকিমউদ্দিন শপিং সেন্টারের রিপরীতে অবস্থিত- মাস্টার্স প্রিন্টার্স। প্রকাশনায়-সাহিত্য শৈলী ,নীলক্ষেত, ঢাকা। লেখক- হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়িরর কৃতিমান পুরুষ আলহাজ মাওলানা আশরাফুদ্দিন আহমদ চিশতী।
Alomgir
সহযোগিতায় ছিলেন- অন্যতম আহমাদ আলী পাটওয়ারী রহ.ওয়াকফ এস্টেটের’র কর্মকর্তা মো.ইমাম হোসেন এবং আবদুল্লাহ-আল-মামুন রাজু। গ্রন্থটিতে ‘ হাজীগঞ্জ ঐতিহ্যবাহী বড় মসজিদ’এর মিনার সম্বলিত চমৎকার প্রচ্ছদ রয়েছে এবং পৃষ্ঠা সংখ্যা-৩২০। সূচিপত্রে-২৪ অনুসন্ধানীমূলক ও যথেষ্ট সময়ের ব্যবধানে গবেষণালদ্ধ প্রবন্ধ ও হাজীগঞ্জ নিয়ে বিভিন্ন সুনামধন্য লেখকের ২৫টি ছন্দময় ও শ্রুতিমধুর কবিতা সন্বিবেশিত হয়েছে। এসব বিষয়গুলোতে- হাজীগঞ্জের ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর অধ্যায় সন্বিবেশিত রয়েছে। মুল্য ৩৬০.০০ টাকা ।

গ্রন্থটি হাজীগঞ্জের ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ তথ্য আগামি দিনের নতুন প্রজন্ম ও আজকের তরণ-তরুণীদেরকে অনুপ্রেরণা ও উদ্দীপনা যোগাবে বলে এক বাক্যে স¥ারক গ্রন্থ টির সম্পাদক হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ ড.মো.আলমগীর কবির পাটওয়ারী তাৎক্ষণিক অভিমত দেন।

আবদুল গনি
২৯ ডিসেম্বর ২০২৪
এজি