অনেকটা গোপনেই দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন অভিনেত্রী শ্রাবন্তি দত্ত তিন্নি । পাত্রের নাম আদনান হুদা সাদ। যার সঙ্গে তিন্নি কমাস ধরেই মেলামেশা করছিলেন।
এদিকে, কিছুদিন আগে সাদের সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেন তিন্নি। একই সঙ্গে সাদের প্রোফাইলেও দু’জনের ঘনিষ্ঠ ছবি দেখা যায়। তখন অনেকেই অনুমান করেছিলেন, তারা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন! অবশেষে সেই অনুমানই সত্য হলো। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে তিন্নির ফোনে কয়েক দফায় যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।
প্রসঙ্গত, অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর প্রায় আত্মগোপনে চলে যান তিন্নি। এ সময়টাতে মা ও মেয়ে ওয়ারিসার সঙ্গেই ছিলেন তিনি। তবে দীর্ঘদিন পর গত কোরবানির ঈদে মায়ের প্রযোজনায় একটি নাটকে অভিনয় করেন তিন্নি।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৬:৩১ পিএম,২৯ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur