ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি শেষ হয়। সভায় আগামি ২০২৫ সালের নবাগত কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন রহিম বাদশা ও সাধারণ সম্পাদক পদে কাদের পলাশ। তাদের ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য আহমদ উল্লাহ ও গীতা পাঠ করেন লক্ষণ চন্দ্র সূত্রধর।
স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। এরপর শোক প্রস্তাব শেষে নিহতদের রুহের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
তারপর নতুন ৯ জন ও ২ জন আজীবন সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও ২০২৪ সালের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। আয়-ব্যয় হিসাব বিবরনী পাঠ করেন কোষাধ্যক্ষ তালহা জুবায়ের। এরপর ২০২৫ সালের উপদেষ্টা কমিটি, সাংবাদিক কল্যাণ উপ-কমিটি, সদস্য যাচাই-বাছাই উপ-কমিটি, অব কাঠামো উন্নয়ন কমিটি ও শৃঙ্খলা উপ-কমিটি, ও ২০২৫ সালের নবগঠিত কার্যকরি কমিটির নাম ঘোষনা করা হয়। সবশেষ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
এদিকে নবাগত কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। এছাড়া বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, অধ্যাপক জালাল চৌধুরী, ইকবাল পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সহ-সভাপতি সোহেল রুশদী প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, ২৮ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur