চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক মামলায় ৭ বছরের ও চুরি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম নির্দেশে এএসআই মোঃ অলি উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুজন মিয়াকে গ্রেফতার করে।
একই রাতে এএসআই মোঃ আবু কাউছার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হোগলী এলাকায় অভিযান পরিচালনা করে জিআর চুরি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, রূপসা উত্তর ইউনিয়নের উত্তর রূপসা এলাকার বাইল্লা বাড়ির মুসা মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া এবং গুপ্টি পশ্চিম ইউনিয়নের হোগলী এলাকার মুন্সি বাড়ির আঃ রহিমের ছেলে মোঃ জসিম উদ্দিন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৫ ডিসেম্বর ২০২৪