চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের প্রলোভনে ৮ম শ্রেণির মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণে অভিযুক্ত মেহেদী হাসান(১৭)কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(২১ ডিসেম্বর) রাতে ধর্ষণের ঘটনা ঘটেছে উপজেলার শোভান গ্রামে। ধর্ষণের ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, ধর্ষক মেহেদী হাসান উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের হরিণা গ্রামের বকসী বাড়ির তাজুল ইসলামের ছেলে। শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। এর জের ধরে প্রেমিকাকে শোভান গ্রামের আরিফ মিজির বাগানে ডেকে নেন মেহেদি। ওই সময় তাদের পাহারা দিচ্ছিলো মেহেদির বন্ধু আলমগীর হোসেন। বাগানের ভেতর নিয়ে প্রেমিকার সঙ্গে নানা কথা বলে মেহেদি। ধর্ষনের চেষ্টা করলে প্রেমিকা বাধা দেয়। এরপর, মেহেদি তাকে বিয়ে করাসহ নানা প্রলোভন দেয় ও ধর্ষণে রাজি হতে ফুসলায়। এতে, সুযোগ পেয়ে মেহেদি তাকে একাধিকবার ধর্ষণ করে। এতে, প্রেমিকা অসুস্থ হয়ে পড়লে পরিবার সদস্যরা শুনে মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর পেয়ে পুলিশ ও ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে ধর্ষককে পুলিশ গ্রেফতার ও তাকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও চিহ্নিত করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেছেন, ভিকটিম হাসপাতালে ভর্তি আছে। গ্রেফতার ধর্ষক মেহেদীকে আদালতে প্রেরণে করা হয়েছে। ধর্ষনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে ফরিদগঞ্জ থানায় মামলা (নং ১৯, তারিখ ২৩-১২-২৪) দায়ের করা হয়েছে। সহযোগি আলমগীর হোসেন গা ডাকা দিয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,২৩ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur