Home / সারাদেশ / বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন : নতুন নাম ‘যমুনা রেল সেতু
JAMUN RA0L SATU

বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন : নতুন নাম ‘যমুনা রেল সেতু

যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলকে সংযোগকারী এ রেল সেতুর নাম ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু’ পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘যমুনা রেল সেতু’।

রবিবার ২২ ডিসেম্বর দুপুরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো.আফজাল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন,যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না। এটি এখন যমুনা রেলসেতু নামেই উদ্বোধন করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এ রেলসেতু উদ্বোধন করা হতে পারে।

উল্লেখ্য, বিগত সরকার ২০২০ সালের ৩ মার্চ বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের ৪ দশমিক ৮০ কি.মি.দীর্ঘ রেল সেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে। প্রকল্প ব্যয় ধরা হয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। এর মধ্যে সরকারের পক্ষ থেকে ৪ হাজার ৬৩১ কোটি টাকা এবং জাপানের জাইকা ১২ হাজার ১৪৯ কোটি টাকা অর্থায়ন করে।

চাঁদপুর টাইমস
২২ ডিসেম্বর ২০২৪
এজি