Home / উপজেলা সংবাদ / কচুয়া / শিক্ষার্থীদের নৈতিক ও সুশিক্ষা গঠনের মাধ্যমে গড়ে তুলতে হবে: এহছানুল হক মিলন
শিক্ষার্থী

শিক্ষার্থীদের নৈতিক ও সুশিক্ষা গঠনের মাধ্যমে গড়ে তুলতে হবে: এহছানুল হক মিলন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশের সারথী। সুশিক্ষা ও নৈতিক শিক্ষার মাধ্যমে এ দেশকে গড়ে তুলতে হবে। বিগত স্বৈরাচারী সরকার শিক্ষার্থীদের মাথায় বোঝা সৃষ্টি করে সুশিক্ষা থেকে তাদের পিছিয়ে দেয়। তিনি শনিবার বিকেলে আইনগিরী উচ্চ বিদ্যালয় মাঠে আইনগিরী-বাতাবাড়িয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফাউন্ডেশনের সভাপতি ডা. আব্দুল কাদেরের সভাপতিত্বে ও আইনগিরী সপ্রাবির সহকারী শিক্ষক জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও সমন্বয়কারী মো. শাহজালাল প্রধান জালাল, উপজেলা বিএনপি সহ-সভাপতি আজিজ উল্লাহ মাষ্টার, আইনগিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শাহআলম পাটওয়ারী, বিএনপি নেতা মাহবুব আলম মৃধা, সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, সমাজসেবক ফারুক তালুকদার, ডা. শাহজালাল, গাজী নুরুল আলম (শাহআলম), ইঞ্জি. মকবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সহ-সভাপতি কাউছার আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুর রহমান বাবুল ও সাধারন সম্পাদক নাসির প্রমুখ। পরে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার সামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য যে, আইনগিরী উচ্চ বিদ্যালয় মাঠে আইনগিরী-বাতাবাড়িয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় কচুয়া ও বরুড়া উপজেলার ৫ম শ্রেনির ১৩৯, ৮ম শ্রেনিতে ৬৩ ও ৯ম শ্রেনিতে ৫৯জন সহ মোট ২৬১জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ ডিসেম্বর ২০২৪