চরম বিশৃঙ্খলা ও থমথমে উত্তেজনার মধ্য দিয়ে পালিত হলো কচুয়া উপজেলার সাচার ডিগ্রি কলেজের মহান বিজয় দিবসের অনুষ্ঠান। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এসময় দুই পক্ষের মারমুখী তান্ডবে ওই কলেজের অন্তত ১০ শিক্ষার্থী আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। তাদের উদ্ধার করে প্রথমে সাচার বাজার ডায়মন্ড হাসপাতালে চিকিৎসা দিয়ে পরবর্তীতে দাউদকান্দির (গৌরিপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জ্ঞান হারিয়ে ফেলা শিক্ষার্থীরা হচ্ছেন, ওই কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্র ইয়াছিন আরাফাত, একাদশ শ্রেনির শিক্ষার্থী সাদিয়া আক্তার, ইভা আক্তার, রিমা আক্তারসহ আরো অনেকে।
কচুয়া উপজেলার বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. মকবুল হোসেন মিয়াজী মুঠোফোনে অভিযোগ করে বলেন, গেলো ৩ নভেম্বর কলেজের গভর্নিং বডির কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ৬ ডিসেম্বর আরেকটি কমিটি গঠন হওয়াকে কেন্দ্র করে আমরা মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দাখিল করলে আদালত আগের কমিটি বহাল রেখে ৩ মাসের রুল জারি করেন। ১০ ডিসেম্বর আইনজীবি স্বাক্ষরিত ওই কাগজপত্র কলেজের অধ্যক্ষকে দেয়ার পরও তিনি আমলে না নিয়েই ১৬ ডিসেম্বরে কলেজে অনুষ্ঠানের আয়োজন করায় এ বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এ ঘটনার জন্য অধ্যক্ষকে দায়ী করেন তিনি।
সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবীর বলেন, কলেজে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ১৬ ডিসেম্বর সকালে কলেজে বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠান শুরু হলে অনুষ্ঠানের সভাপতি খায়রুল আবেদীন স্বপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানকে কেন্দ্র করে অপর একটি গ্রুপ বিশৃঙ্খলা শুরু করে। কমিটি পরিবর্তন বিষয়ে বিজ্ঞ আদালতের কোন কাজগপত্র পেয়েছেন কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, কাগজপত্র পেয়েছি। তবে আমাকে বিবাদী করা হয়নি। এখানে বিশ^বিদ্যালয়ের ভিসি, প্রোভিসিসহ অন্যান্যদের বিবাদী করা হয়েছে। বিষয়টি জাতীয় বিশ^বিদ্যালয়ের এখতিয়ার। আমরা তাদের অধীনে চাকরি করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি অনুযায়ী এখনো খায়রুল আবেদীন স্বপন কলেজের গভর্নিং বডির সভাপতি বলে তিনি জানান। পরে হট্টগোলের খবর পেয়ে কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম ও ওসি তদন্ত জিয়াউল হক, সাচার পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেনসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রনে আনে।
কচুয়া প্রতিনিধি, ১৬ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur