চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
উপজেলা প্রশাসনসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, প্রেসক্লাব,বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পনপতাকা উত্তোলন,, চিকিৎসা ক্যাম্প,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা,ডাকবাংলো মাঠে বিজয় মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরঙ্গজেবে পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মনির হোসেন, মুক্তিযোদ্ধামিয়া মতিন,মোঃ নূরুল হক,এসএমএ রাজ্জাক, প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, ১৬ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur