চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ইব্রাহিম খলিল (২১) নামে এক যুবকে রাস্তায় একা পেয়ে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করা হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই উপজেলার ফরায়জীকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিন রামপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত ইব্রাহিম খলিল ওই গ্রামের কলমতর খানের ছেলে। সে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ইব্রাহিম খলিল ও তার পরিবারের লোকজন জানায়, একই বাড়ির জমির খানের ছেলে মোস্তফা মাষ্টার ও তার ভাই হায়াত উল্ল্যাহ খানদের সাথে বাড়ির পাশে থাকা লিজকৃত একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে।
তারা জানান, বাড়ির পাশে থাকা সরকারি ১৪ শতাংস খাস জমি কলমতর খান ও তার ছেলে বাবুল হোসেনের নামে লিজ নিয়ে দীর্ঘদিন তারা সেখানে ফসলাদি করে ভোগ করে আসছেন। কয়েকদিন পূূর্বে মোস্তফা মাষ্টার ও তার পরিবার সেই লিজকৃত জমির কিছু অংশ দখল করে তাদের রান্নাঘর এবং টয়লেট নির্মান করেন। এজন্য আহত ইব্রাহিমের পরিবার বিষয়টি মিমাংসার লক্ষ্যে এসিল্যান্ড বরাবর একটি লিখিত অভিযোগ করেন। পরে মতলব উত্তরের এসিল্যাড ঘটনাস্থলে গিয়ে অবৈধ ভাবে তাদের নির্মানকৃত সেই রান্নাঘর ও টয়লেটের অংশ ভেঙ্গে দেয়। তারপর থেকে মোস্তফা মাষ্টারের পরিবারের লোকজন অনেক ক্ষিপ্ত হয়ে উঠেন। তারই সূত্র ধরে পূর্ব শত্রুতা নিয়ে ঘটনার দিন সন্ধ্যার পর ইব্রাহিম খলিল বাড়ির পাশ্ববর্তী মহিষ মারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ব্রীজের ওপর দাঁড়িয়ে মোবাইল টিপছিলেন। এর মাঝে হঠাৎ মোস্তফা মাষ্টার তাকে উদ্দেশ্য করে অনেক গাল মন্দ শুরু করেন। এতে ইব্রাহিম তাকে গাল মন্দ কেনো করছে, জবাব দিতেই রাতের অন্ধকারে পর্ব পরিকল্পিত ভাবে মোস্তফা মাষ্টার, তার ভাই হায়াত উল্ল্যাহ খান, মোস্তফার ছেলে তামিম, জিসান, মোস্তফার স্ত্রী মেহেরুন্নেছা বেগম, হায়াতের স্ত্রী ফিরোজা বেগম, সফিউল্ল্যাহ পাটয়ারীর ছেলে সুজন ও সবুজ মিলে লোহার রড, চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় ইব্রাহিম খলিলের শরীরের বিভিন্নস্থান ও মাথার কয়েকস্থানে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়লে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান। বর্তমানে সে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা মাষ্টারের বক্তব্য নিতে চাইলে তাকে পাওয়া যায়নি।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৩ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur