Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / চাঁদপুরে চারবার শ্রেষ্ঠ ওসি হলেন সালেহ আহম্মদ
শ্রেষ্ঠ

চাঁদপুরে চারবার শ্রেষ্ঠ ওসি হলেন সালেহ আহম্মদ

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মতলব দক্ষিণ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সালেহ আহম্মেদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় জেলার সাত থানার মধ্যে ডিসম্বর মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) নির্বাচিত হন তিনি । এর আগে তিনি আগস্ট, সেপ্টেম্বর ও নভেম্বর মাসে জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

চাঁদপুর জেলা পুলিশ লাইনস সম্মেলন কক্ষে ৭ডিসেম্বর মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

এ সময় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, জেলার সাতটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ শ্রেষ্ঠ হয়েছেন। এর পূর্বেও তিনি পরপর ৩বার জেলায় শ্রেষ্ঠ ওসি হয়েছেন এবং তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি তার থানা মতলব দক্ষিণের জনগণ আরও ভালো সেবা পাবে।

এ প্রসঙ্গে ওসি সালেহ আহম্মেদ বলেন, এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। তিনি আরও বলেন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম স্যার আমাকে অনেক উৎসাহ প্রদান করছেন সেই অনুপ্রেরণা আমাকে কাজ করার সাহস যুগিযেছে। তাই আমি পরপর চারবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হয়েছি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি পুলিশ সুপার মহোদয়ের কাছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস)রাশেদুল হক চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মোঃ খায়রুল কবির।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক, ৮ ডিসেম্বর ২০২৪