চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি বিএম হান্নান, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, মির্জা জাকির, জিএম শাহিন, চাঁদপুর প্রেসক্লাব নেতা মোঃ মুনীর চৌধুরী, শওকত আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু। সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যাড. চৌধুরী ইয়াছিন ইকরাম ও তালহা জুবায়ের।
চাঁদপুর প্রেসক্লাব সদস্যদের অংশ গ্রহণে ব্যাডমিন্টন, ক্যারাম ও দাবা খেলা অনুষ্ঠিত হয়। ব্যাডিমিন্টন খেলা (একক) চ্যাম্পিয়ন মাজহারুল ইসলাম অনিক, রানারআপ তালহা জুবায়ের। ব্যাডমিন্টন (দ্বৈত) চ্যাম্পিয়ন মাজহারুল ইসলাম অনিক ও তালহা জুবায়ের জুটি, রানারআপ সাইফুল আজম ও এম এ লতিফ জুটি।
ক্যারাম (দ্বৈত) চ্যাম্পিয়ন কাদের পলাশ ওয়াদুদ রানা জুটি, রানারআপ ইব্রাহিম রনি ও মাজহারুল ইসলাম অনিক জুটি।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৭ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur