সিরিয়ায় সহিংসতার বৃদ্ধির পর থেকে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (OCHA) শুক্রবার জানিয়েছে, সিরিয়ায় সহিংসতা বৃদ্ধির পর থেকে অন্তত ৩,৭০,০০০ বাস্তুচ্যুত হয়েছে। যার মধ্যে ১ লাখ সিরিয় একাধিকবার তাদের বাড়ি ছেড়ে পালিয়েছেন। এ বাস্তুচ্যুতদের বেশিরভাগই নারী ও শিশু।
সংঘাতের পরিস্থিতি : দেশটিতে অবস্থান করা তাকফিরি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম গত মাসে আলেপ্পো এবং ইদলিব প্রদেশে বড় পরিসরে হামলা চালিয়ে বেশ কিছু এলাকা দখল করে।
এরপর থেকেই রুশ বাহিনীর সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী এ অঞ্চলগুলো পুনরুদ্ধারের জন্য বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত রয়েছে।
সিরিয়া ২০১১ সালের মার্চ মাস থেকে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদের কবলে রয়েছে। সিরিয় সরকারের দাবি, পশ্চিমা দেশগুলো এবং তাদের আঞ্চলিক মিত্ররা দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা করছে এবং দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি
চাঁদপুর টাইমস
ডিসেম্বর ৭ , ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur