চাঁদপুরের কচুয়া উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ডিউ) এর মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও কচুয়ার সরাইলকান্দি গ্রামের কৃতিসন্তান রফিকুল ইসলাম রনির উদ্যোগে মার্কেটিং বিভাগের সংগঠন DU-MKT 20 FOUNDATION বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কলাকোপা ভূঁইয়া প্রজেক্টে এশা-প্রিতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি স্কুলের পঞ্চম শ্রেণির ৪জন করে শিক্ষার্থীদের নিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডিউ-এমকেটি-২০ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট শিক্ষানূরাগী মো. রফিকুল ইসলাম রনির উদ্যোগে ও সার্বিক আয়োজনে এই বৃত্তি পরীক্ষার কচুয়ার ০৬ টি ইউনিয়নের ৮৪টি বিদ্যালয়ের ৩০২ জন শিক্ষার্থী আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করে।
এসময় কচুয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র সরকারের তত্ত্বাবধানে, কেন্দ্র সচিব মতলব দক্ষিণ উপজেলার লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ ও সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহবুব আলম ও মো. বাহাউদ্দিন ভূইয়ার পরিচালনায় চাঁদপুরের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক শিক্ষক হল পরিদর্শক, হল পর্যবেক্ষক হিসেবে নিরপেক্ষ দায়িত্ব পালন করেন। একই দিনে সকালে পরীক্ষার হল পরিদর্শন করেন বৃত্তি আয়োজক ও উদ্যোক্তা বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লি. এর ডাইরেক্টর ও বিশিষ্ট শিক্ষানূরাগী রফিকুল ইসলাম রনিসহ অন্যান্যরা।
উল্লেখ্য যে, আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার কচুয়ার ঐতিহ্যবাহী কলাকোপা ভূঁইয়া প্রজেক্টে এ বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা, শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীকে উপস্থিত থাকতে অনুষ্ঠানের পরিচালক মো. মাহবুব আলম সবাইকে দাওয়াত করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur