কেএফসি’র সামনে হঠাৎ হট্টগোল। চারজন মানুষ মারামারিতে জড়িয়ে পড়েছেন। দুজন পুরুষ এবং দুজন নারী ক্রয়ডনে কেএফসি’র সামনে হৈচৈ-মারামারি শুরু করে দিলেন। এর ভিডিওটি প্রকাশ হতেই তা ভাইরাল হয়ে গেলো। ঘটনাটি ঘটেছে লন্ডনে।
প্রকাশ্য দিবালোকে দুজন পুরুষ এবং দুজন নারীর মধ্যে এ মারামারিতে আশপাশের সবাই হতবাক বনে যান। একজন পুরুষকে দেখা যায়, এক নারীকে ঘুষি মারছেন। আরেক নারী চিৎকার করে বলছেন, আমার মাকে তুমি মারতে চাও?
দেখে মনে হয়েছে, কেএফসির ভেতর থেকেই তারা মারামারি করতে করতে বের হয়েছেন। পরে আশপাশ থেকে একজন এগিয়ে এলে মারামারির ইতি ঘটে। পরে ওই দুই পুরুষ দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। তবে নারী দুজন রেস্টুরেন্টের বাইরেই ছিলেন। তারা বাসের জন্যে অপেক্ষা করছিলেন।
পরে মেট্রো পুলিশ এ ভিডিও দেখে দুই পুরুষকে শনাক্তের চেষ্টা করে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur