দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘তারুণ্যের মেলা’ আয়োজনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ বাস্তবায়নে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ বিপিএলের সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী ইয়ুথ ফেস্টিভাল বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। এর মধ্যে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে কার্যক্রম চলাকালীন সময়ে শ্রেণি কক্ষ ও নিজস্ব প্রতিষ্ঠান প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা।
এতে বলা হয়, জুলাই বিপ্লবকে অর্থবহ করতে তারুণ্যের প্রতীক ৩৬ জুলাইকে সবার মাঝে তুলে ধরার লক্ষ্যে সব প্রতিষ্ঠানকে সুবিধাজনক সময়ে তারণ্য মেলা আয়োজন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মেলায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরতে হবে এবং ফ্যাসিবাদ বিরোধী ব্যক্তিদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।
সপ্তাহে একদিন শ্রেণি চলাকালীন কোন এক নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ব্যক্তিদের জীবন ও সফলতার গল্প তুলে ধরতে বলা হয়েছে। একই সঙ্গে পলিথিন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতন করার লক্ষ্যে অভিভাবক সমন্বয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের সমাবেশ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
চাঁদপুর টাইমস
৫ ডিসেম্বর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur