চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশা মালিক, চালক ও স্থানীয় ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় করেছে শাহরাস্তি থানা ও ট্রাফিক পুলিশ। ৪ ডিসেম্বর বুধবার দুপুরে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ডে এটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার ও ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) কামরুল হাসান, পিপিএম। মালিক, চালক ও ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবু ছায়েম, ইসমাইল হোসেন, তৈয়ব আলী, মিলন প্রমুখ।
সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পথচারী ও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখতে যানজট নিরসনে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। মামলা এড়াতে মালিকদের যথাযথ আইন মেনে রাস্তায় গাড়ি নামানোর পরামর্শ দেন তিনি। চালকদের প্রতি ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, বেপরোয়া ওভারটেকিং না করা, বেপরোয়া গতিতে গাড়ি না চালানো ও গতির প্রতিযোগিতা না করে যাত্রীবান্ধব ড্রাইভিংয়ের অনুরোধ জানান ওসি।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ৪ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur