Home / উপজেলা সংবাদ / বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কচুয়া বৃত্তি পরীক্ষা
কিন্ডারগার্টেন

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কচুয়া বৃত্তি পরীক্ষা

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন কচুয়া উপজেলা শাখার বৃত্তি পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ২ টি কেন্দ্রে পৃথকভাবে প্রায় ৭শত জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করে।

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ ও তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় সার্বিক দায়িত্ব পালন ও পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আহবায়ক ওমর ফারুক, সাধারন সম্পাদক সবুজ ভদ্র, কচুয়া উপজেলা শাখার আহবায়ক অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকির উল্লাহ শাজুলী, যুগ্ন আহবায়ক মো. সালামত হোসেন সেলিম, সদস্য সচিব মাও. মোহাম্মদ আলী ও হাজীগঞ্জ উপজেলার আহবায়ক আক্তার হোসেনসহ জেলা ও কচুয়া উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ ডিসেম্বর ২০২৪