Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব ক্যামব্রিয়ান স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল
স্কুলের

মতলব ক্যামব্রিয়ান স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের নিউ হোস্টেল মাঠ সংলগ্ন মতলব ক্যামব্রিয়ান স্কুলের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা উপলক্ষে ২ ডিসেম্বর দুপুরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মতলব ক্যামব্রিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ডিএম আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কবি ও সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভয়েজ ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট মতলব দক্ষিণ শাখার সভাপতি প্রভাষক মোঃ কামাল হোসেন,মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের চেয়ারপারসন এবং মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সেলিম। মিলাদ মাহফিল শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ওমর ফারুক। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র স্কুলের সহকারী শিক্ষক জোহরা বেগম।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২ ডিসেম্বর ২০২৪