ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৩০ বিজিবি’র অন্তর্ভূক্ত বেতনা সীমান্তে ভারতের ভূখন্ডে থেকে ২৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় কাদেরগঞ্জ বিএসএফ জোয়ানরা।
আটককৃতরা হলো হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের মৃত সামাদের ছেলে রহিমউদ্দীন (৩০), বদরুর ছেলে একরা (৩৫), আজিজুলের ছেলে মসিউর (২৬), মেজার ছেলে আজারুল (৩৩), আমিরুলের ছেলে মামুন (২২), সহিদুলের ছেলে আব্বাস (৩৫), ইউনুসের ছেলে ন্যাঙড়া (২০), সামসুলের ছেলে কালু (১৮), রাসেল (২২), আনটুলর ছেলে বিল্পব (২০), মিজানুরের ছেলে জসিম (১৮) ও ফজিলের ছেলে সাদ্দামসহ উপজেলার বিভিন্ন গ্রামের ২৮ জন।
বেতনা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রবিউল ইসলাম ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভারতের পাঞ্জাব প্রদেশে ইটভাটায় শ্রমিকের কাজ করার উদ্যেশ্যে বুধবার ভোর রাত্রে সীমান্ত অতিক্রম করে ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার রাসাকুয়া বাসস্ট্যান্ড ঘোরাফেরা করছিল। এ সময় ভারতীয় ১২১ ব্যাটালিয়নের কাদেরগঞ্জ বিএসএফ জোয়ানরা ও গোয়ালপুকুর থানা পুলিশ তাদের আটক করে।
কবিরুল ইসলাম কবির
|| আপডেট: ০৬:৩৩ পিএম,২৮ অক্টোবর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur