Home / জাতীয় / অর্থনীতি / ১০ খাতে ভ্যাট বাড়ছে
vat - (1)

১০ খাতে ভ্যাট বাড়ছে

গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া করের বোঝায় এমনিতেই ভোক্তার হাঁসফাঁস অবস্থা। আগে থেকেই লাগামহীন মূল্যস্ফীতির চাপে পিষ্ট ভোক্তারা যখন টিকে থাকার লড়াই করছে, তখনই জানা গেল নতুন করে ১০টি খাতের করছাড় তুলে দিয়ে বাড়তি ভ্যাট বসানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

অন্তর্বর্তী সরকার যখন জিনিসপত্রের দাম কমাতে গলদঘর্ম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে,নানা সংকটে বেসরকারি খাতের বিনিয়োগ স্থবিরতা কাটাতে কাজ করছে, তখন নতুন করে এ উদ্যোগ আরেক দফা পণ্যমূল্য বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।

এনবিআর রাজস্ব ঘাটতি কমাতে এ বাড়তি করের বোঝা চাপিয়ে অতিরিক্ত পাঁচ হাজার ৭৩০ কোটি টাকা আদায় করতে চায়।

২৯ নভেম্বর ২০২৪
এজি