Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া জামেয়া দারুত তাওহীদ একাডেমীর বার্ষিক পরীক্ষা সম্পন্ন

কচুয়া জামেয়া দারুত তাওহীদ একাডেমীর বার্ষিক পরীক্ষা সম্পন্ন

কচুয়া উপজেলার দহুলিয়া গ্রামে প্রতিষ্ঠিত সালাফি মানহাযের একটি আদর্শ দ্বিনী প্রতিষ্ঠান জামিয়া দারুত তাওহীদ একাডেমির প্লে থেকে ৬ষ্ঠ শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মনোরম ও নিরি-বিলি পরিবেশে বৃহষ্পতিবার পৃথকভাবে ১৬০ জন শিক্ষার্থী এ পরিক্ষায় অংশ গ্রহন করে।

স্থানীয়রা জানান, ২০২২ সালে এলাকার দ্বিনী শিক্ষা ও কোরআন সহী-সুন্নাহর আলোকে জীবন গড়ার লক্ষে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ জামাল হোসেন এ প্রতিষ্ঠানটি স্থাপন করেন। পরবর্তীতে ধীওে ধীওে অজোপাড়া গায়ের এ প্রতিষ্ঠানটি আলো ছড়ানোর মাধ্যমে উপজেলা পর্যায়ে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠা নেররূপ ধারণ করেছে।

মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দুলাল হাজ্বী ও সাধারন সম্পাদক গোলজার হোসেন সোহান জানান, ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, পরকালের নাজাতের লক্ষেই আমরা এ দ্বিনী প্রতিষ্ঠানটি স্থাপন করেছি।

মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আকরামুজ্জামান ও সিনিয়র শিক্ষক আবদুল মালেক মিয়াজী জানান, পরম যত্ন সহকারে শিক্ষার্থীদের বাংলা-আরবী উভয় বিষয়ে এ প্রতিষ্ঠানে পাঠদান করানো হয়। তাই আমাদেও প্রতিষ্ঠানে আপনাদেও প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদেও সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষার্থীদেও ভর্তি করানোর আহবান জানাই।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ নভেম্বর ২০২৪