Home / সারাদেশ / ২১-৪০ বছর বয়সী রোগীর মৃত্যু ৩৬%
dengo (1)

২১-৪০ বছর বয়সী রোগীর মৃত্যু ৩৬%

দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ শ ৩৪ জন। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নতুন ভর্তি রোগীদের নিয়ে চলতি বছরে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৭ শ ২৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ শ ৬১ জনের। দেশের ইতিহাসে আক্রান্তের এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ ও মৃত্যুতে দ্বিতীয় সর্বোচ্চ।
রোগীর মৃত্যুস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে,সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ১৬ থেকে ৩০ বছর বয়সীরা। এ বয়সের আক্রান্ত ৩৭ হাজার তিনজন যা আক্রান্তের ৪২ %।

মৃত্যু সবচেয়ে বেশি হচ্ছে ২১ থেকে ৪০ বছরে। এ বয়সের মারা গেছে ১৬৬ জন, যা মোট মৃত্যুর ৩৬ %। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৩ হাজার ৭শ ৩৬ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তিন হাজার ৫ শ ২৮ জন।

তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৩ শ ৯৩ জন এবং দু হাজার ১ শ ৩৫ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর ভর্তি রোগীদের মধ্যে ৫২ হাজার ৫শ ২৫ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দু’ মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ২শ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এই রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১শ ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়।

২৬ নভেম্বর ২০২৪
এজি