Home / ইসলাম / হজ নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান
hajj

হজ নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান

হজ নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান বাংলাদেশ ইসলামী দল। ২০২৫ সালের হজযাত্রীদের জন্য হজ নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী দলের আমীর ড.আব্দুল্লাহ আল নাসের।

তিনি বলেছেন, ২০২৪ সালে হজযাত্রীদের ২ লাখ ৫ হাজার করে নিবন্ধনের সময় জমা দিতে হয়েছিল। ২০২৫ সালের হজযাত্রীদের ৩ লাখ টাকা করে জমা দিতে বলা হয়েছে। এতবড় অঙ্কের টাকা হজযাত্রীরা সংগ্রহ করতে পারছেন না।

ড.আব্দুল্লাহ আল নাসের বলেন, বাংলাদেশের ৮০ ভাগ হজযাত্রী কৃষক। তারা তাদের খেতের ধান, গম, রবিশস্য যেমন- আলু, বেগুন, সরিষা, পিয়াজ বিক্রি করে হজ পালন করেন। কিন্তু ধান,গম,আলু,শরিষাসহ অন্যান্য রবিশস্য উঠতে পুরো ডিসেম্বর মাস লেগে যাবে। তাই অনতিবিলম্বে ৩০ নভেম্বর এর পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত হজ নিবন্ধনের টাকা জমাদানের সময় বৃদ্ধির জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

ড.আব্দুল্লাহ আল নাসের বলেন,৩০ নভেম্বর পর্যন্ত হজ নিবন্ধনের সময়সীমা বেধে দেয়ার কারণে আর মাত্র একদিন বাকি,অথচ হজ্জযাত্রী নিবন্ধন হয়েছে মাত্র ২২ হাজার ৯২২। সেখানে সৌদি সরকারের সাথে হজ চুক্তি হয়েছে যে, ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী ২০২৫ সালে হজ পালন করবেন।

২৬ নভেম্বর ২০২৪
এজি