Home / উপজেলা সংবাদ / কচুয়ায় গ্রেফতারকৃত আসামির শাস্তি চান এলাকাবাসী
গ্রেফতারকৃত

কচুয়ায় গ্রেফতারকৃত আসামির শাস্তি চান এলাকাবাসী

চাঁদপুরের কচুয়া উপজেলার গুতপুর গ্রামের অধিবাসী, সৌদি প্রবাসী স্বপন মিয়াকে পরিকল্পিতভাবে পানির সাথে বিষপান করিয়ে হত্যাকারী তার স্ত্রী কুলছুমা বেগমের শাস্তির দাবী জানিয়েছেন নিতহের স্বজন ও এলাকাবাসী। এ নিয়ে শনিবার দুপুরে গুতপুর গ্রামে নিহতের পরিবারের আয়োজনে গ্রেফতারকৃত কুলছুমা বেগমের দৃষ্টান্তমুলক শাস্তি ও ফাঁসির দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

প্রবাসী স্বপন মিয়ার ভাই সাইফুল ইসলাস খোকন বলেন, আমার ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। তিনি ২০২৩ সালের ১৭ নভেম্বর দেশে ফিরে এসে নিজ বাড়ীতে বিল্ডিং কাজ শুরু করে তার স্ত্রী কুলছুমা বেগমের কাছে বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চাইলে কুলছুমা বেগম অপারগতা করে। এক পর্যায়ে উভয়ের সাথে বাকবিতন্ডা হলে গত বছরের ২২ ডিসেম্বর রাতে পানির সাথে পরিকল্পিত ভাবে বিষ জাতীয় মেডিসিন প্রয়োগ করে খাইয়ে দেন। পরবর্তীতে তাকে মুমুর্ষ অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়। পরবর্তীতে কুলছুমা বেগম তার স্বামীর প্রবাস থেকে ব্যাংক একাউন্টে পাঠানো টাকা নিজের আয়ত্বে নিয়ে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ী চলে যায়।

এ ঘটনায় প্রবাসী স্বপনের ভাই সাইফুল ইসলাম খোকন বাদী হয়ে চলতি বছরের ২২ জানুয়ারী চাঁদপুরের মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কচুয়া আমলী আদালতে কুলছুমা বেগমসহ ৪জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে ১৮ নভেম্বর রাতে কুলছুমা বেগমকে পাথৈর গ্রামে তার বাবার বাড়ী থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে কচুয়া থানা পুলিশ। এদিকে এ হত্যার জন্য কুলছুমা বেগমকে দায়ী করে তার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ নভেম্বর ২০২৪